ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৪ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
৪ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন

ঢাকা: লকডাউনে শ্রমজীবী মানুষকে রেশন এবং স্বাস্থ্যখাতে প্রণোদনাসহ চার দফা দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধনের দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন দেওয়া, স্বাস্থ্যখাতে প্রণোদনা এবং সরকারি তত্ত্বাবধানে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি, শ্রমিক নেতা রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।