ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

রামগঞ্জে যুবলীগ ক্যাডারদের ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে বিয়ে

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জের আতকরা গ্রামে প্রবল কুমার নামে এক প্রবাসী বৃহস্পতিবার দুপুরে যুবলীগ ক্যাডারদের ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে বিয়ে করেছেন।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


        
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে  আতকরা কুমার বাড়িতে বিদেশ ফেরত প্রবল  কুমারের  বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় যুবলীগ ক্যাডার আবদুল, আব্বাছ, দেলোয়ার ও নূর হোসেনের নেতৃত্বে ২০/২২ জনের একটি দল সশস্ত্র অবস্থায় সেখানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ঘটনাস্থলে পুলিশ পাঠান।

তবে বিয়েবাড়ীতে পুলিশ পৌঁছার আগেই যুবলীগ ক্যাডাররা চাঁদা নিয়ে চলে যায়।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূইঁয়া বাংলানিউজকে জানান, আতকরা গ্রামে এক প্রবাসীর বিয়েতে স্থানীয় যুবকরা সমস্যা করছে বলে আমাদের কাছে খবর আসে। কিন্তু সেখানে পুলিশ গিয়ে কাউকে পায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।