ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতাকে বিদেশ যেতে বাধা দেওয়ায় মহাসচিবের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: বিমানবন্দরে বিএনপি’র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে বিদেশ যেতে বাধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বর্তমান  ফ্যাসিস্ট সরকার সংবিধানে বর্ণিত মানুষের মৌলিক ও মানবিক অধিকারকে পদদলিত করে এক দলীয় স্বৈরশাসন প্রবর্তন করতে চায়।


 
তিনি বলেন, ‘একজন আইনজীবীকে অন্যায়ভাবে বিদেশ গমনে বাধাদান সরকারের একদলীয় শাসনের বহি:প্রকাশ।
 
এ ধরনের অপকর্ম বন্ধ করে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।