ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মানিকগঞ্জে বাল্লা ইউপি চেয়ারম্যান বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
মানিকগঞ্জে বাল্লা ইউপি চেয়ারম্যান বহিষ্কার কাজী রেজা

মানিকগঞ্জ: বিভিন্ন অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১ নম্বর বাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী রেজাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এ সময় তিনি বলেন, যেহেতু কাজী রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে হরিরামপুর থানায় দায়ের করা ফৌজদারী মামলা রুজু হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।  

ইউএনও সাইফুল ইসলাম আরও বলেন, সেহেতু কাজী রেজা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাল্লা ইউপি চেয়ারম্যানকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না? বলেও আগামী ১০ কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।