ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নেতাকর্মীরা।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা।

সেখানে ফাতেহা পাঠ করে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ছাত্রদল নেতাকর্মীরা।  

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টা থেকে দেশের বিভিন্ন এলাকার ছাত্রদল নেতাকর্মীরা নানা রকমের ব্যানার ফেস্টুন নিয়ে শেরে-বাংলা নগরে জিয়ার সমাধিস্থলে জড়ো হয়। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম নিয়ে নানা ধরনের স্লোগান দেন।

এসময় সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, সহ সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল খান, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইছামন্তাজ ইজাজ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।