ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ১৯ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
নীলফামারীতে ১৯ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী: নীলফামারীর গোড়গ্রাম থেকে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

নাশকতার উদ্দেশে মসজিদে তারা গোপন বৈঠক করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়ার নগরবন্দ জামে মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার নায়েবে আমির আব্দুল আজিজ, গোড়গ্রাম ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবীর ও সেক্রেটারি রশিদুল দেওয়ান রয়েছেন।  

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মসজিদে একত্রিত হয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল, চারটি বাই-সাইকেল ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।