ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
স্বেচ্ছাসেবক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেলোয়ার হোসেন দীলিপকে আহ্বায়ক ও মোল্লা সালাউদ্দিনকে সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।  

এছাড়া মো. আরমান, মো. আক্তার হোসেন, আনিছুর রহমান জুয়েল, সৈয়দ ওয়াকিউর রহমান, আব্দুল জলিল, মনিরুজ্জামান খোকন, মো. আক্তার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মাহফুজুর রহমান পুষ্পকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।