ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় তিতুমীর কলেজের সামনে থেকে শুরু করে গুলশান-১ অভিমুখী বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী।

মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ হিরা, জাহাঙ্গীর আলম জীবন, রুহুল আমীন, মামুন খান, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ (আরিফ), মাহাফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ, সেলিম রেজা, জিল্লুর রশিদ অনিক, মাজদুক হোসেন শ্রাবণ, কাজী সাইফুল ইসলাম, সালেহ আহমেদ বাপ্পি,  রাহাতুল আলম ফাহিম, জসীম রানা, ইমাম হোসেন, নজরুল ইসলাম সৌরভ, আবুল হোসেন আশিক, হামদে রাব্বি আকরাম, সহ সাধারণ সম্পাদক সোহেল রানা সাদি, মোঃ রাশেদ মৃধা, আকরাম হোসেন, রাকিবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।