ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাপা

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাপা জাপা

ঢাকা: প্রতিবছর মতো এবারও ৬ ডিসেম্বর (রোববার) সারাদেশে সংবিধান সংরক্ষণ দিবস পালন করবে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (২৩ নভেম্বর) জাপা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৬ ডিসেম্বর (রোববার) জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস। জাতীয় পার্টি প্রতিবছর সারাদেশে দিবসটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি কেন্দ্রীয়ভাবে বনানী চেয়ারম্যানের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় আলোচনা সভার মাধ্যমে পালন করা হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলায় এবং জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।