ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজ

নওগাঁ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে উপ-নির্বাচনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ও রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক ছনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ- ৬ আসনের ধানের শীর্ষ মনোনিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, ভিপি রানাসহ প্রমুখ।

বক্তরা বলেন, উপ নির্বাচনের নামে সরকার দেশে প্রহসনের নির্বাচন করছে। দেশের মানুষ এই মিথ্যা লোক হাসানো নির্বাচন মানে না। নওগাঁ- ৬ এবং ঢাকা- ৫ আসনে যে নির্বাচন হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। এজন্য সরকারকে আবার মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।