ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফেনীতে যুবদল-ছাত্রদলের ৪ নেতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ফেনীতে যুবদল-ছাত্রদলের ৪ নেতা আটক 

ফেনী: ফেনীতে যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের খাজুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী শহর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের সদস্য মির্জা ফারুক।  

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রদল-যুবদলেল নেতাদের আটক করা হয়েছে। গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।  

জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষে তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

ফেনী মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটকদের বিষয়ে যাচাই বাছাই চলছে।

এর আগে, সকালে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলো ছাত্রদল।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।