ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিলেটে করোনায় সাবেক আ’লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
সিলেটে করোনায় সাবেক আ’লীগ নেতাসহ ২ জনের মৃত্যু মোশাররফ হোসেন

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মির্জা রফিকুল বারি (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।



সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার চয়ন রায় এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মোশাররফ হোসেন করোনা পজিটিভ ছিলেন। একই দিনে সকাল সাড়ে ৭টায় মির্জা রফিকুল বারি (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা সন্দেহে ভর্তি ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। করোনা সন্দেহে ভর্তি হলেও তার আরও অনেক শারীরিক সমস্যা ছিল।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।