ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণধর্ষণকারীদের বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
গণধর্ষণকারীদের বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদল

ঢাকা: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমানর খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।