ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গুলশানে ভারতীয় দূতাবাস কর্মকর্তার বাসায় চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

ঢাকা: গুলশানে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অনিল চন্দ্র’র বাসভবনে রোববার রাতে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, গুলশান-২ এর রোড নম্বর-১০০, বাড়ি নম্বর ২৮-এর  দোতলার একটি ফ্লাটের বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।



অনিল চন্দ্রের উদ্ধৃতি দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার রাতে অনিল চন্দ্র বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় চুরির ঘটনা ঘটে। তবে তিনি সোমবার সকালে বিষয়টি টের পান।

ওসি বলেন, ‘খবর পাওয়ার পরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ’

তিনি আরও জানান, চোর গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে গুলশান থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।

সিআইডি কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন শেষে আলাদা তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।



বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।