ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: নুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: নুর

ঢাকা: দেশে গুম-খুনের রাজনীতি চলছে। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আটক হওয়া প্রবাসীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

ডাকসুর ভিপি বলেন, দেশ ভয়াবহ দুঃশাসনের মধ্য দিয়ে চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ করতে হবে।

নুর বলেন, আমরা সেখানেই কমিটি দিচ্ছি, সেখানেই হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, যারা আমাদের আঘাত করতে আসবে প্রয়োজন হলে তাদের পাল্টা আঘাত করতে হবে।

মামলা হামলা করে বিএনপিকে বেঁধে ফেলেছে সরকার। বিএনপিকে নিয়ে গেম খেলছে। তারা খালেদা জিয়াকে জামিন দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছে।  

বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, উন্নয়নের গল্প বলে আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেশে গুম-খুনের রাজনীতি চলছে। সাংবাদিকরাও আজ নিরাপদ নয়। তাই এখন ঐক্যদ্ধ আন্দোলনের মাধ্যম এ সরকারের পতন ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

যুব অধিকার মহানগর নেতা আহমেদ ইসমাইল বলেন, প্রবাসীরা দেশকে সুরক্ষা করছে অথচ আমরা প্রবাসীদের জেলে ভরে দিচ্ছি।

যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, প্রবাসী অধিকার রক্ষা করতে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আটক সোহেল রানার বাবা মো. বাদল মিয়া বলেন, আমার ছেলেকে ছেড়ে দেন। ছেলেকে অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম। আজও জেলে আমার বাসায় খাবার নেই। কী খেয়ে আমরা বাঁচবো?।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।