ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক মারা গেছেন আবু বকর সিদ্দিক ওরফে আবু মুন্সী

মাদারীপুর: মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে আবু মুন্সী মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ৩ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার ভোর রাতের দিকে তিনি মারা যান।

তার মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সুগভীর শোক প্রকাশ করেছেন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদারীপুর জেলা বিএনপি’র একজন বড় অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে মাদারীপুর জেলা বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।