ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মসজিদে বিস্ফোরণ: নিহতদের ক্ষ‌তিপূরণ দেওয়ার দাবি লেবার পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
মসজিদে বিস্ফোরণ: নিহতদের ক্ষ‌তিপূরণ দেওয়ার দাবি লেবার পার্টির ..

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও দগ্ধের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ ক‌রে ঘটনার সুষ্ঠু বিচার ও রহস্য উদঘাট‌নে বিচার বিভাগীয় তদ‌ন্তের দাবি জা‌নি‌য়েছেন বাংলা‌দেশ লেবার পা‌র্টি চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান।

তিনি বলেন, ‘তিতাস গ্যাস কর্তৃপ‌ক্ষের অব‌হেলার কারণেই এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে।

তিতাস গ্যাস ও সরকার এর দায় এড়া‌তে পা‌রে না। তাই বি‌স্ফোর‌ণে নিহত প্রত্যেক প‌রিবার‌কে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দগ্ধদের চি‌কিৎসা নি‌শ্চিত কর‌তে হ‌বে। ’

সোমবার (৭ সেপ্টেম্বর) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত এক বিবৃতিতে ইরান এ কথা বলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০ মুসল্লির অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।