ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিরোধী দল যাতে কথা বলতে না পারে সেভাবেই আইন করা হয়েছে

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
বিরোধী দল যাতে কথা বলতে না পারে সেভাবেই আইন করা হয়েছে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা

ব‌রিশাল: বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকারকে যাতে জবাবদিহিতা করতে না হয় সেজন্য সাংবাদিকদের জন্য ডিজিটাল আইন করা হয়েছে। গণতন্ত্রকে বাদ দেওয়ার জন্য এমনভাবে আইন-কানুন করা হয়েছে, যাতে বিরোধী দল কথা বলতে না পারে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সে‌প্টেম্বর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরোয়ার বলেন, করোনা মোকাবিলায় এই সরকার ব্যর্থ। দুনীতি, দুঃশাসনে সরকারের লোকজন জড়িত। এ অবস্থায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পদক জিয়াউদ্দিন সিকদার।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ০১, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।