ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গ্রেফতার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
গ্রেফতার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন মাহমুদ হোসেন খান মামুন

হবিগঞ্জ: ইয়াবাসহ গ্রেফতার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

 

এর আগে, গত ২৭ আগস্ট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক।  

ওসি মানিকুল ইসলাম বলেন, মামুনকে পাঁচদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করা হয়নি।  

গত ২৪ আগস্ট দিনগত রাতে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩০০ পিস ইয়াবা ও একটি ধারালো অস্ত্র।  

পরদিন ২৫ আগস্ট মামুনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার। একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

# ইয়াবাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

# ইয়াবাসহ গ্রেফতার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।