ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

জিএম শাহীন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০
বিরোধী দলকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিরোধী দলের ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিকভাবে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে। ’

রোববার চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



এর আগে সেখানে বনবিভাগের উদ্যোগে চাঁদপুর জেলায় বিনামূল্যে বিতরণের জন্য ১ লাখ ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিরোধী দলের আন্দোলনের কোনো ইস্যু নেই। এরপরও যদি তারা আন্দোলনের ইস্যু তৈরি করে তাহলে জনগণ তার জবাব দেবে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করলে জনগণের শান্তি-শৃঙ্খলা রায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ’

তবে সরকার বেআইনী কোনো কাজ করবে না বলেও বিরোধী দলকে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।