ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সন্ত্রাস-দুর্নীতি মুক্ত দেশ গড়াই আমাদের রাজনীতির লক্ষ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
‘সন্ত্রাস-দুর্নীতি মুক্ত দেশ গড়াই আমাদের রাজনীতির লক্ষ্য’ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন জিএম কাদের, ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোনো মানুষের দারিদ্র না থাকে, সেই লক্ষ্যেই ছিল তার রাজনীতি।

তার আদর্শ অনুযায়ী সন্ত্রাস, দলবাজ, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গড়াই আমাদের রাজনীতির লক্ষ্য। ’

সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোড মাঠে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, ‘আমরা হুসেইন মুহাম্মদ এরশাদের সেই আদর্শকে সামনে রেখে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। যেখানে সামজিক ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত হবে। ’ 

এসময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ উন্নয়নের কিংবদন্তী। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে ১৮ জন প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োজিত করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছিলেন। ’ 

জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আবার দেশের মানুষের মুখে হাসি ফোটাব। ’ 

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ।

পরে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।