ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাতীয় পার্টির ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বনানী রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।



বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন শাহের মোহাম্মাদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল যাইনুদ্দিন, মিশরের রাষ্ট্রদূত ফায়েজ মুস্তফা নুসাইর, আফগানিস্তানের রাষ্ট্রদূত আহমাদ কারিম নওই, ব্র“নাইয়ের রাষ্ট্রদূত হাজী আবদুল রাজ্জাক বিন হাজী মুহাম্মদ হোসেইনি, নরওয়ের রাষ্ট্রদূত ইনজিব জরং স্টোফিরিন, মালদ্বীপের রাষ্ট্রদূত আহমাদ শারির, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার আফজাল মাহমুদ ও ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর এ সময় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।