ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০
জামায়াতের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।



বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডীন শাহের মোহাম্মাদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেম্স এফ মরিয়ার্টি, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল যাইনুদ্দিন, মিশরের রাষ্ট্রদূত ফায়েজ মুস্তফা নুসাইর, আফগানিস্তানের রাষ্ট্রদূত আহমাদ কারিম নওই, ব্র“নাইর রাষ্ট্রদূত হাজী আবদুল রাজ্জাক বিন হাজী মুহাম্মদ হোসেইনি, নরওয়ের রাষ্ট্রদূত ইনজিব জরং স্টোফিরিন, মালদ্বীপের রাষ্ট্রদূত আহমাদ শারির, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার আফজাল মাহমুদ ও ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিউদ্দিন আহমদ, মীর কাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।