ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিএনপি

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সম্পূর্ণ সুস্থ আছেন।

রোববার (৫ জুলাই) রাতে ফেসবুকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার (৬ জুলাই) সকালে তার ফেসবুক পেজে লেখেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন বলে সোমবার রাত থেকে অনেকেই গুজব ছড়িয়েছেন।

আমি তাদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে স্যার এবং তার স্ত্রী প্রফেসর শাহিদা রফিকের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার তখন নাস্তা করছিলেন। তারা তাদের ইস্কাটনের বাসায় আছেন। স্যার কোন হাসপাতালে ভর্তিও হননি। স্যার সম্পূর্ণ সুস্থ আছেন।

তিনি আরও বলেন, স্যারের শারীরিক সুস্থতা নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

জানতে চাইলে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, স্যার সুস্থ আছেন। বাসায় আছেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। ফেসবুকে কয়েকদিন ধরেই তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।