ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা রোববার

ঢাকা: আগামী ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে রোববার এক সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ পালন উপলক্ষে রোববার (৫ জুলাই) বেলা ১১টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম ও জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট কয়েকজন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।