bangla news

করোনায় মারা গেলেন ওলামা দলের নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৩:৪১:১৭ পিএম
দ্বীন মোহাম্মদ কাশেমী

দ্বীন মোহাম্মদ কাশেমী

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ কাশেমী (৫২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

আরও শোক জানিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা অপর এক শোকবার্তায় ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান।

মোহাম্মদ কাশেমীর মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি ব্যবস্থাপনায় তাকে দাফন হবে বলে জানা গেছে। তবে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালী নিতে চাচ্ছেন। 

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএইচ/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 15:41:17