bangla news

করোনায় আক্রান্ত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ১:১৭:১০ এএম
খন্দকার আবু আশফাক

খন্দকার আবু আশফাক

ঢাকা: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক করোনা ভাইরাসে আক্রান্ত।

বৃহস্পতিবার (১৮ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে দলীয় সুত্রে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে খন্দকার আবু আশফাক তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন- সকল প্রশংসা আল্লাহ তায়া’লার। অত্যন্ত দুঃখের বিষয় বিশ্বব্যাপী করোনা মহামারির মতো কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও বাংলাদেশি নাগরিকগণ পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারো সাথে যোগাযোগ না করতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

পরম করুণাময় আল্লাহপাক যেন আমাকে সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমি যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

আপনারা সতর্ক হোন, সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমীন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএইচ/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 01:17:10