ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুন ১, ২০২০
মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ এসেছে।

সোমবার (০১ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে রিপোর্ট পাওয়া গেছে।

তাতে করোনা পজিটিভ এসেছে বলে মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় আমাকে জানিয়েছেন।

এর আগে সোমবার (১ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর প্রধানমন্ত্রী তাকে রাতের মধ্যেই সিএমএইচে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

এদিকে অপর একটি সূত্র জানায়, মোহাম্মদ নাসিমের স্ত্রী ও তার গৃহকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। এরপরই মোহাম্মদ নাসিমের করোনার উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুন>> করোনা ‘সন্দেহে’ হাসপাতালে ভর্তি নাসিম

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসেকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।