ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লকডাউন প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ: জাসদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
লকডাউন প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ: জাসদ

ঢাকা: পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (৩০ মে) বিকেলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, ভাইরাস বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকার গঠিত টেকনিক্যাল কমিটির মতামতের বাইরে পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া ঢালাওভাবে সরকারি ছুটি ও লকডাউন প্রত্যাহার, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, গণপরিবহন, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী।

নেতারা বলেন, যখন করোনা সংক্রমণ বিস্তার হচ্ছে তখন লকডাউন প্রত্যাহার সংক্রমণের ঝুঁকি, হার, গতি বাড়াবে এবং বড় ধরনের বিপর্যয় তৈরি করবে।

ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার না করে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনায় নিয়ে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দাবি জানান জাসদ নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।