bangla news

করোনা পজিটিভ এবি পার্টির সদস্য সচিব মনজু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৮ ২:৪৭:২১ পিএম
মজিবুর রহমান মনজু।

মজিবুর রহমান মনজু।

ঢাকা: নতুন গঠন করা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মনজু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। 
 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তিনি নিজেই বাংলানিউজকে মোবাইল ফোনে এ তথ্য জানান।

তিনি বলেন, শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০/১২ দিন আগে আমার ব্যক্তিগত ড্রাইভার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মনজু বলেন, দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুদিন আগে আমার করোনা উপসর্গ দেখা দেয়। হাল্কা জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি দেখা দেয়। সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই। মঙ্গলবার করোনা ভাইরাস পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। 

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। 

রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নতুন গঠন করা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির এ সদস্য সচিব।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২০
এমএইচ/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-28 14:47:21