bangla news

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৬ ১১:৫৬:০৭ পিএম
খালেদা জিয়া ও মাহমুদুর রহমান মান্না।

খালেদা জিয়া ও মাহমুদুর রহমান মান্না।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মান্না।  

মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, মুক্তি পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ দেখিয়েছিলাম। তখন তিনি কারও সঙ্গেই দেখা করেননি। ঈদের দিন বা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ আমাকে সময় দিয়েছেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম খালেদা জিয়াকে দেখতে। তার অসুস্থতা আগের মতোই আছে। বাম হাত বেঁকে গেছে। তুলতে পারেন না, ডান হাতেও ব্যথা। তবে তার মনোভাব আগের মতোই অটুট আছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, মাহমুদুর রহমান মান্না রাতে চেয়ারপারসনের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমএইচ/আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-26 23:56:07