bangla news

ডা. জাফরুল্লাহর জন্য ফল পাঠালেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৬ ১০:৩৭:০১ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফল ও ফুল পাঠালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফল ও ফুল পাঠালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফল ও ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ফল ও ফুল নিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে পৌঁছে দেন।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন খালেদা জিয়া। তিনি ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। জাফরুল্লাহ চৌধুরীও খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এর আগে সোমবার (২৫ মে) ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা টেস্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ২৬, ২০২০
এমএইচ/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   খালেদা জিয়া করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-26 22:37:01