ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কারাগারে ঈদ কাটবে যেসব রাজনীতিকের

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
কারাগারে ঈদ কাটবে যেসব রাজনীতিকের

ঢাকা: বিভিন্ন রাজনৈতিক দলের সাড়ে ছয় হাজারেরও বেশী নেতাকর্মীর ঈদ কাটবে কারাগারে। এদের মধ্যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীও রয়েছেন।



কারা সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় প্রতি ঈদেই কিছু নেতা কারাগারে থাকেন। তবে এবার ঈদুল ফিতরে কারাগারে থাকছেন উল্লেখযোগ্য সংখ্যক ।

ওয়ান-ইলেভেনের পর দায়ের করা বিভিন্ন মামলায় তাদের কারাবাস চলছে বলে জানিয়েছে কারা সূত্র। তবে এদের অনেকেই মহাজোট সরকার গঠনের পর আটক হয়েছেন বলে দাবি  বিএনপি ও জামায়াতের।

জেলে যেসব রাজনীতিকের ঈদ কাটবে তাদের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীই বেশী বলে মনে করেন দলটির নেতারা। তবে বিএনপি মনে করে, কারাগারে তাদের নেতাকর্মীই বেশী।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ কাটবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আরিফ কমিশনার প্রমুখের। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের  ঈদ কাটবে কুমিল্লা কারাগারে।

জামায়াত নেতাদের মধ্যে কারাগারে ঈদ কাটবে আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা, ঢাকা মহানগর জামায়াত আমীর রফিকুল ইসলাম খান, রাজশাহী মহানগর জামায়াত আমীর আতাউর রহমান, খুলনা মহানগর জামায়াত আমীর ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রমুখের।

এদের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস, এহছানুল হক মিলন, আব্দুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান  মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী সাবেক সাংসদ হিসেবে কারাগারে বিশেষ মর্যাদা (ডিভিশন) ভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।