ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে

দিনাজপুর: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে প্রতিদিন সরকারের করোনা ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলছে। অথচ তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেকটা ভাল অবস্থানে পৌঁছেছে। কিছুলোক করোনা মোকাবিলায় সাহায্য না করে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে। 

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে করোনা ভাইরাস দুর্যোগকালীন ত্রাণ পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলালসহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল জনগণের সঙ্গে কথা বলছেন। আর কিছু লোক জনগণকে সাহায্য করার পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন। সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করছেন। সবাইকে একযোগ হয়ে এদের প্রতিহত করতে হবে।  

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির হাতে ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেন সাবেক যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।