bangla news

ঢামেক ও রেলওয়ে হাসপাতালকে মাস্ক দিল ওয়ার্কার্স পার্টি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-২৫ ১০:৪৫:৪৮ পিএম
ঢামেক ও রেলওয়ে হাসপাতালকে মাস্ক দিল ওয়ার্কার্স পার্টি 

ঢামেক ও রেলওয়ে হাসপাতালকে মাস্ক দিল ওয়ার্কার্স পার্টি 

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ ও বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে সার্জিক্যাল মাস্ক দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিগ্রেডিয়ার জেনারেল এ, কে, এম নাসির উদ্দিনের কাছে মাস্ক হস্তান্তর করা হয়। 

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর নেতা মামুন মোল্লা এবং ফাহাদ বিন সজিব।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের উদ্ধর্তন কর্মকর্তা ডা. সৈয়দ ফিরোজ আলমগীর কাছে সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করা হয় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে।

মাস্ক দেওয়ার বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ভ্রাতৃপ্রতীম চীনা কমিউনিস্ট পার্টির দেওয়া এই উপহার আমরা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করেছি। করোনা ভাইরাসের এই দুর্যোগে এই ভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। 

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরকেআর/এসআইএস 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-25 22:45:48