ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকবো: সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকবো: সাঈদ খোকন পুরনো ঢাকায় রিকশাচালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। ছবি: ডি এইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে ঢাকার দেড় কোটি মানুষকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরনো ঢাকার বংশাল এলাকায় রিকশাচালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এমন কথাই বলেন তিনি।

প্রধানমন্ত্রীর শুধু ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহারের নির্দেশনা থাকলেও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি কেন পিপিই ব্যবহার করছেন, জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘আপনার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগতে পারে।

আমি যদি আজ অসুস্থ হয়ে পড়ি এই দেড় কোটি মানুষের পাশে কে থাকবে? আমি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আছি এবং থাকবো। আমি যদি অসুস্থ হয়ে পড়ি আপনি কাকে নিয়ে আসবেন? আপনি আমাকে বিব্রত করতে পারেন, কিন্তু আমার নিরাপত্তা আমাকে নিতে হবে। ’

সাঈদ খোকন বলেন, ‘আমরা এরই মধ্যে ৭০টি ওয়ার্ডের তালিকা সংগ্রহ করেছি। আজ আমাদের ২০টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ও সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সেগুলো বিতরণ করা হচ্ছে। তারা বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ’

ডিএসসিসি মেয়র বলেন, 'আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন,দেশে পর্যাপ্ত পরিমাণের খাদ্যসামগ্রী রয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুধু একটি বিষয় আপনাদের বারবার বলছি আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। আপনাদের সতর্কতা আপনার এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। তার সৈনিক হিসেবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা রাজপথে আছি এবং থাকবো। '

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
ডিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।