bangla news

দুস্থদের খাবার বিতরণ করলো ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০১ ৪:১৬:৪৬ পিএম
দুস্থদের খাবার বিতরণ করলো ছাত্রদল নেতারা। ছবি: বাংলানিউজ

দুস্থদের খাবার বিতরণ করলো ছাত্রদল নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের এ খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা আশফাক আজিজ, নোমান পারভেজ, ওলিউল্লাহ ও মিজানুর রহমান।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তানজিল হাসান বাংলানিউজকে বলেন, আমাদের সীমিত সামর্থ্য থেকে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের কিছু সহায়তা করা হয়েছে।

তিনি বলেন, দুস্থ ও অসহায়দের নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। চেষ্টা থাকবে সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করার।

বৈশ্বিক মহামারিতে অসহায়দের পাশে সমাজের বিত্তবান ব্যক্তিদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমএইচ/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-04-01 16:16:46