ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চার বছর আগে খালেদা জিয়ার নামফলক ভাঙার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
চার বছর আগে খালেদা জিয়ার নামফলক ভাঙার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থাপন করা তৃতীয় কর্ণফুলী সেতুর ভিত্তিপ্রস্তর ভেঙ্গে ফেলার অভিযোগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে ওই এলাকা ঘুরে দেখা গেছে, পরিত্যক্ত অবস্থায় হলেও সাবেক প্রধানমন্ত্রীর স্থাপন করা ভিত্তিপ্রস্তরটি এখনো বহাল আছে।

নতুন করে ভাঙ্গাভাঙ্গির কোন চিহ্নও সেখানে নেই।

তবে ওই ভিত্তিপ্রস্তরে বেগম খালেদা জিয়ার নামফলকটি নেই। খোঁজ নিয়ে জানা গেছে নাম ফলকটি ভেঙ্গে ফেলা হয় চার বছর আগেই।

স্থানীয় দোকানদার এবং পার্শ্ববর্তী শাহ আমানত সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের কর্মচারীরা বাংলানিউজকে জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৃতীয় কর্ণফুলী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সপ্তাহখানেকের মাথায় ওই এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে শ্রমিকরা বেশকিছু যানবাহনসহ নামফলকটি ভেঙ্গে ফেলে। এরপর নতুন করে আর কোন নামফলক লাগানো হয়নি।

স্থানীয় একটি পান দোকানের মালিক মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ‘খালেদা জিয়ার নাম চার বছর আগেই ভেঙ্গে ফেলা হয়েছে। নতুন করে আর কোন ভাঙ্গাভাঙ্গি চোখে পড়েনি। ’

পাঁচ বছর আগে নামফলক ভাঙ্গার সত্যতা স্বীকার করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন বাংলানিউজকে তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকরা নামফলক ভেঙ্গে ফেলার পর আমার যতদূর মনে পড়ে আরও একটি নামফলক লাগানো হয়েছিল। শুনেছি এখন সেই নামফলক সহ পুরো ভিত্তিপ্রস্তরটিই ভেঙ্গে ফেলা হয়েছে। ’

মঙ্গলবার বিকেলে বিএনপি যেসময় প্রতিবাদ সমাবেশ করছিল সেসময় সেতু এলাকা ঘুরে ভিত্তিপ্রস্তরটি স্বচে প্রত্য করার বিষয় জানালে শাহাদৎ হোসেন বলেন, ‘স্থানীয় বাকলিয়া থানা বিএনপির নেতারা আমাকে নামফলক ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানালে আমি প্রতিবাদ সমাবেশ আহ্বান করি। আমি নিজে বিষয়টি দেখিনি। ’

নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ডা. শাহাদাৎ হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘বেগম খালেদা জিয়াই তৃতীয় কর্ণফুলী সেতুর রূপকার ও প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপনকারী। নামফলক ও ভিত্তিপ্রস্তর ভেঙ্গে সেই সত্যকে কখনো মুছে দেয়া যাবেনা। ’ তিনি বলেন, প্রধানমন্ত্রী সহ চট্টগ্রামের আওয়ামীলীগ নেতারা যদি এই সত্য অস্বীকার করেন তাহলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিপ্তি হবেন। ’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময় ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad