bangla news

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-০৯ ৬:১৪:৫৭ এএম
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো

ঢাকা: সোমবার (০৯ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুজিববর্ষ শুরু আগে দলের কাযনির্বাহী সংসদের এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সভায় মুজিববর্ষের অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত থাকবে নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসকে/এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন :   আওয়ামী লীগ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-09 06:14:57