bangla news

গণফোরামের কেন্দ্রীয় ৪ নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-০২ ৩:১৮:৫৩ পিএম
গণফোরাম

গণফোরাম

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার ও সাংগঠনিক সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ওই চার নেতার বিরুদ্ধে ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্চশৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখেন। 

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচ/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   গণফোরাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-02 15:18:53