bangla news

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৪ ৬:১৮:২৪ পিএম
বরিশালে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা।

বরিশালে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা।

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু ও নুরুল ইসলাম কোটন, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমানসহ অন্যরা।

এসময় বক্তারা কারাগারে অসুস্থ বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসঙ্গে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীরা আহত হওয়ার প্রতিবাদ জানান তারা।

সমাবেশ শেষে একই দাবিতে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে আটকে দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএস/এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-24 18:18:24