ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ধামরাইয়ে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ধামরাইয়ে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নাশকতার অভিযোগে করা মামলায় উপজেলার বালিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি বিল্পব সরকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বিষয়টি বাংলানিউজকে জানান।  

এর আগে এদিন সকালে ধামরাইয়ের বাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিল্পব বাস্তা এলাকার মৃত তুলা সরকারের ছেলে। তিনি বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।

রাসেল মোল্লা বাংলানিউজকে জানান, নাশকতা সংক্রান্ত বিষয়ে ২০১৮ সালে বিল্পবের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটি হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।