ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

লক্ষ্মীপুরে আলোচনা সভায় খালেদা জিয়ার মুক্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
লক্ষ্মীপুরে আলোচনা সভায় খালেদা জিয়ার মুক্তির দাবি লক্ষ্মীপুরে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির শহরের বাসভবনের সামনে জেলা তাঁতীদল এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

জেলা তাঁতীদলের আহবায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

 

জেলা তাঁতীদলের সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।  

বক্তারা বলেন, খালেদা জিয়াকে কারাবন্দী করে গণতন্ত্র হরণ করা হয়েছে। এদেশে এখন জনগণের কোনো মূল্যায়ন নেই। গণতন্ত্র হারিয়ে যাওয়ায় সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ভোটে অংশগ্রহণ করেননি। শিগগিরই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে, আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে।

সভায় নেতাকর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।