ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাগরিক অধিকার আন্দোলনের কার্যনির্বাহী কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
নাগরিক অধিকার আন্দোলনের কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকা: কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে চেয়ারম্যান ও এম জাহাঙ্গীর আলমকে মহাসচিব করে নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের মহাসচিব এম জাহাঙ্গীর আলম।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এর পরিবর্তে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সভা শেষে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নাঈম, নাসির উদ্দিন বেপারী, মহাসচিব এম জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব মো. মুসা ফরাজী, মো. জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জেল হোসেন হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বেপারী, মো. দবির বেপারী, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নুরুল, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুর্শিদুল হক, সহ-দপ্তর সম্পাদক মনির সরদার, দপ্তর সম্পাদক মাহাবুব আলম, সহ-দপ্তর সম্পাদক মো. নাইমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা পাটোয়ারী, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস বেগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী মিঠু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ক্রীড়া সম্পাদক মিয়া হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মো. স্বপন বেপারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাফরুল হক অলি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জামাল, কার্যকরী সদস্য রিনা বেগম বৃষ্টি, মো. সুজন মনির, মাহফুজ আহমেদ, মাহবুবুর রহমান, আশরাফ হোসেন, শফিকুল ইসলাম সবুজ, মেহেদী হাসান, মো. সোহাগ, মো. আলম, ফায়েজুর রহমান ফায়েজ, আরমান হোসেন, আব্দুর রহিম, আবু সালেহ, রিপন মিয়া, ইমরান হোসেন সাদ্দাম, ফেরদৌস কাঞ্চন, মো. দৌলত খান, মো. হাসান বিশ্বাস, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, ওসমান পাটোয়ারী, বাদশা মিয়া, সুমন বেপারী, মো. জানে আলম, মনেব্বের হোসেন মনা, মো. মাহাবুব রহমান, মো. সিদ্দিক খান, মো. সাইফুল ইসলাম, মো. নেছার উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. আক্কাস আলী ও হামিদ তালুকদার।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০ 
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।