ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি আবারও ভুল রাজনীতি করেছে: নানক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
বিএনপি আবারও ভুল রাজনীতি করেছে: নানক 

ঢাকা: ভুল রাজনীতির কারণে সিটি নির্বাচনে রাজধানীবাসী বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি শুরু থেকেই শব্দ বোমা ব্যবহার করে আসছে।

বিএনপির এ শব্দ বোমা মানুষকে আতঙ্কিত করেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকেই যে শব্দবোমা ছুড়েছিল, তাতেই আমরা বুঝতে পেরেছি বিএনপি একটি দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ’ 

তিনি বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মির্জা ফখরুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা লিখিত সাংবাদিক সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনের বিষয়টি তারা আগেই তৈরি করে রেখেছিল। বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছেন। আপনারা সবাই লক্ষ্য করেছেন, রাস্তায় সব যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। ’ 

সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে নানক বলেন, ‘তিনদিনের ছুটি পাওয়ার কারণে অনেকেই বাড়ি চলে গেছেন। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি। যারা ভাড়া বাড়িতে থাকি, তাদের প্রায় সময়ই বিভিন্ন কারণে বাসা পরিবর্তন করতে হয়। মানুষ রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গিয়ে ভোট দেবে সেই পরিস্থিতি ছিল না। ’

সিটি নির্বাচনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি ঢালাওভাবে এক তরফা অভিযোগ করছে। ইশরাক সাহেব দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট কোথায় থেকে পেলো? বিএনপি হরতাল ডেকে রাজধানীবাসীকে আবার সেই হরতাল কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। রাজধানীবাসী অত্যন্ত ঘৃণাভরে তাদের এ হরতাল প্রত্যাখ্যান করেছেন। বিএনপি যদি নেতিবাচক রাজনীতি পরিহারের না করে, জনগণ দ্বারা প্রত্যাক্ষিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ’ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নানক মির্জা আব্বাসের ছোট ভাইয়ের ছবি দেখিয়ে বলেন, মির্জা আব্বাসের ছোট ভাই ঘুড়ি মার্কায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমরা আরও অনেক কাউন্সিলের নাম বলতে পারি, যারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। তাবিথ আওয়াল অনেক কেন্দ্রে আমাদের প্রার্থী আতিকুল ইসলামের চেয়ে বেশি ভোট পেয়েছেন। মিরপুরের একটি কেন্দ্রে তাবিথ ও আতিক দু’জনেই ২৯১ ভোট পেয়েছেন। ইভিএম এমন একটি প্রযুক্তি, সামনের দিনে যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে সেখানে আমাদের এজেন্ট দেওয়ার প্রয়োজন নেই। কারণ ইভিএম নিজেই নিজের পাহারাদার।  

শনিবার দুই সিটি করপোরেশন নির্বাচন ও বিএনপির আজকের হরতাল উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।