ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট: বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় হাড়িখালিস্থ তার নিজ বাড়ির সামনের রাস্তায় বসে প্রতিপক্ষরা তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে। তিনি  বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, বাইরে কাজ বেলা ১১টায় মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হই। বাড়ির সামনে পৌঁছালে রেজাউল ইসলাম ও রাজার নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন আমার ওপর হামলা করে। তখন তারা আমার হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।