ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে স্বজনের সাক্ষাৎ শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
খালেদা জিয়ার সঙ্গে স্বজনের সাক্ষাৎ শুক্রবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তার স্বজনরা।

শুক্রবার (২৪ জানুয়ারি)  বিকেল  তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা রয়েছে।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

গত ৫ জানুয়ারি জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে উল্লেখ করে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি আছেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩,  ২০২০
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।