ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা আব্বাসের জামিনের শুনানি ৩০ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
মির্জা আব্বাসের জামিনের শুনানি ৩০ সেপ্টেম্বর

ঢাকা: ফারুক হোসেন হত্যামামলায় জামিনের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

সোমবার চেম্বার জজ আদালতে তিনি এ আবেদন করেন।



বিচারপতি এ বি এম খায়রুল হক তার এ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৪ আগস্ট মির্জা আব্বাসের ছয় মাসের জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৩১ আগস্ট) চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক সেই জামিন আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন।

সোমবার মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।