ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করছেন শীর্ষ নেতা ড. কামাল হোসেন। উপস্থিত আছেন- ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমীন বেপারি, গণফোরামের শহীদুল্লাহ কায়সার, জেএসডির সিরাজুল ইসলাম প্রমুখ।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর সরকারবিরোধী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়েও আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।