bangla news

জাপার সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৯ ৫:০৪:২৩ এএম
জাতীয় পার্টি।

জাতীয় পার্টি।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার উপ-কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলে অবস্থিত জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জাপার নবম জাতীয় সম্মেলনের প্রচার ও প্রসারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। 

কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলনের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- প্রচার উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, খুরশেদ আলম খুশু, সৈয়দ ইফতেখার আহসান হাসান, এনাম জয়নাল আবেদীন, শাহাদাৎ কবির চৌধুরী, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মো. শামছুল হুদা মিয়া, লুৎফর রেজা চৌধুরী খোকন, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, বাহাদুর ইসলাম ইমতিয়াজ এবং জিএম বাবু মন্ডল।

এছাড়াও ছিলেন- জহিরুল ইসলাম মিন্টু, আবুল কালাম মজুমদার, জাহাঙ্গীর আলম, এসএম সোবহান, সমরেশ মন্ডল মানিক, জিয়াউর রহমান বিপুল, মো. সাইফুল ইসলাম, মহিউদ্দিন ফরাজী ও হাফেজ মাহমুদুল আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   জাতীয় পার্টি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-09 05:04:23